তুমি আমায় ঘোর বৃষ্টির মাঝে আচমকা
জলে ধাক্কা দিয়ে ফেলে দিলে
আমি সাঁতরে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলাম,
নানা জল কীট মাকড়সা রা আমাকে দংশাতে
লাগলো ;তুমি নির্বিকার মনে গালে একটা আঙুল দিয়ে হাসতে লাগলে,
ডঙায় এসে হাঁপাতে লাগলাম,অবশেষে দেখলাম আমার বস্ত্র বিবস্ত্র প্রায়---
তুমি পুনরায় ঠেলে ফেলে দিলে আমাকে বর্ষা মুখর গভীর জলে।


দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস, জল-কীট নয়,মনুষ্য কীট সজোরে দংশিল সকল পুষ্প তনু,
কানের কাছে উষ্ম শ্বাস, "চলো হারিয়ে যাই দুজনে অনেক দূরে---"  


আকাশ স্বচ্ছ নীল হয়ে গেছে
বলাকারা উড়ে চলেছে নিজ আলয়ে
মাছরাঙা একবার ঝুপ করে একটা মাছ নিয়ে নিমেষে উধাও হয়ে গেল---
তুমি চেয়ে থাকলে অপলকে ত্বন্বী নারীর সর্বাঙ্গের অগ্নি ছটার দিকে---
কোথাথেকে যেন ভেসে আসছিল গান""এই বৃষ্টি তে ভিজে মাটি/চলো চলে যাই/তুমি আমি/ভিজে আসি মজা করে----"