ফাল্গুনী আকাশে তে পূর্ণিমা চাঁদ
সব দুঃখ দূরে গিয়ে কাটে অবসাদ।


আম্র কাননেতে মুকুলিত শোভা
জোনাকি তার সাথে ফেলে অমৃত প্রভা।


দুজন বসে থাকি ফুল্ল কুসুমিত ছাদে
কত কথা বলে যায় সপ্তমী চাঁদে।  


লেবু ফুল হেলেদুলে মিলন- কথা বলে
তারা গুলো হেসে হেসে মিটিমিটি জ্বলে।


সারমেয় ডেকে ওঠে ঘেউ ঘেউ রবে
সাথীটি কে পায়নি যে, মিলন কি হবে!


"রজনী গো যেওনা চলে" প্রিয় গায় গান
চাঁদ ফুল তারা সাথে, ভরে ফাল্গুনী প্রাণ।