চৈতালি আকাশে তে দ্বাদশীর চাঁদ
তমসা-রা উড়ে গিয়ে আহ্লাদী রাত।
পুষ্প কুঁড়ি গুলো হেলেদুলে খেলে
পেঁচা ছানা জোছনায় ডানাদুটো মেলে।
বসে বসে দেখে যাই প্রকৃতির শোভা  
কথা বলে কানে কানে দ্বাদশীর প্রভা।
শিমুল রা নেচে নেচে খুশিতে চায়
তারা গুলো সুর তুলে রাগ বসন্ত গায়।
প্রিয়তম বলেছিল গাইবে মিলনের গান
সে আর আসল না,বিরহিত চৈতালি প্রাণ।