নিয়ন বাতি হঠাৎ নিভে গেল
আকাশে বিদ্যুৎ রেখা
আধো যামিনীর তিমির হাসল
চক্ষু অসার অদেখা ।
কাকোলীরা ভয়ে ডানা ঝাপটাল
দু-পাখার নিচে শাবক
চঞ্চু তে চঞ্চু মিলিয়ে মাতা
খাওয়ায় পিয়ায় পাবক।
ঝুরুঝুরু পাতা খসে পড়ল ভুঁয়ে
নীরসতা সিক্ত হল
দূরে বেজে চলল বিরহ বাঁশি
প্রেমিক ফিরে না এলো।
গুনগুন গান ধরল বৈরাগী
"ঝড় উঠে ক্যান মনে--"
কবিও গাইলো লিখল কবিতা
বুঝল কি কেউ মানে??