এই মধু মিতালি রাত ছেড়ে
যদি কোনদিন দূরে থাকি
একবার এসে পরাবেই প্রিয়া
তোমার হাতে প্রেমের রাখী।


তুমি যদি ভুলে যাও প্রিয়াকে
সে আসবেই ফিরে ফিরে
শত জনমের আকাঙ্ক্ষিত টানে
বাঁধবে তোমায় প্রেম ডোরে।


চাঁদ যেমন কিছু না পেয়েও
নীল আকাশে চিরকাল হাসে
রাধা সম উতলা বুক তোমায়
ঠিক তেমনই ভালোবাসে---


সংসার মায়াময়,সব কিছু মেকি,  
মাটির পৃথিবীতে প্রেম শুধু খাঁটি
যে মর্ত্যে এসেছে সে-ই যাবে চলে
কেউ ছাই হবে, কেউ হবে মাটি।


পরমের সাথে তুলনা করো যদি
খাঁটি প্রেম শুধু তাঁর সাথে মেলে  
প্রিয়াও সেই প্রেম দেবে তোমাকে
চির আয়ুষ্মানের চিরাগ জ্বেলে---


(লোকে বলে, প্যানপেনে প্রেমের কাব্য।
তাহোক, আমি সেটাই দিচ্ছি কদিন ধরে,
আমার চির প্রিয়তমর সৌজন্যে )