মাঝিরে আয় হাতটা ধর
   নায়ের উপর তোল,
জীবন নদী পার হতে
   বাঁধায়  প্রতি পল।


নদীর জলে মিশলো কভু
   হৃদয় কথকতা,
কখনো মিশে প্রাণের হরষ
   কখনো ব্যাকুলতা।


স্বপ্নগুলো ঢেউএর সাথে
   ছলাৎছল নাচে,
কখনো উজানে কভু ভাটায়
    বাস্তবতা যাচে।


সূর্য এসে গায় গান
   আসে কালো রাত,
মোহনাতে হারাই আমি
   দেনা ক্ষণিক সাথ।


ক্লান্তি নামে দেহের পরে
   আঁখিতে লাগে ঘোর,
এলোমেলো স্রোতের ঘায়ে
   হারায় সোনালী ভোর।

পৌঁছে দিবি সেই যেখানে
   পরমানন্দের পরশ,
অপেক্ষারই দীপ জ্বালিয়ে
   বাঁচাই মনের হরষ।


দীঘল জীর্ণ অন্ধকারে
   হন্যে খুঁজে ফিরি,
মন আমার ছুঁয়ে রয়
   তাঁকেই শুধু ঘিরি।


জয় পরাজয় ওঠা পড়া
   অসাড় লাগে ভারী,
মনযে মোর ধায় শুধু
   অনন্তে দেয় পাড়ি।


চোখের পাতায় জমে কালি
   হৃদয় আজ রিক্ত,
চলেনা আর দেহ মোর
   কেমনে করি ব্যক্ত!


আয়না তুই পৌঁছে দেরে
   পালটা তোল নায়ে,
ব্যর্থ জীবন ধন্য হবে
   অনন্তেরই পায়ে।