চুপে চুপে দাঁড়াই এসে, গহন তারার  রাত,
   চাঁদটা তখন অস্ত গেছে দিয়ে ক্ষণিক সাথ।
জ্বলছে বুকে চিতার দহন, উদাসী হাওয়ায় বাড়ে,
   চলে গেছে মোর অতিথি স্মৃতির বোঝা ঘাড়ে।


বিধি আমার করলো চুরি অমূল্য মোর ধন,
   আমি ভিখারি পথের মাঝে নিঃশেষিত মন।
একে একে আসছে উড়ে, জমে স্তুপে ব্যথা,
   গাঁথি শুধু মনের সুতোয় আঁধার কথকতা।