ছোট্ট বন্ধুরা দেখো হাজির নতুন নতুন বই।
কবির মেলা বইএর পরে দেখি মোরা সবাই।
দেখো বসে রবীন্দ্রনাথ শুনেছকি তার নাম?
নোবেল জয়ী কবি তিনি সবার প্রাণে স্থান।
জীবনানন্দের কবিতাগুলো সবার মন টানে।
নজরুল ইসলাম বিদ্রোহী কবি সবাই সেটা মানে।
কবি সুকান্তের কবিতাগুলোর জুড়ি মেলা ভার।
এই আসরের কবিরা সব মানেন নাতো হার।
কত শত কবিরা সব আছেন বসে পাতায়।
হরেক রকম লেখায় তাদের মনকে শুধু মাতায়।
আর একটা সত্যি কথা মনে রেখো আজ।
মাতৃভাষা জানবে আগে নেইতো এতে লাজ।
যতই তুমি পড় আজ ইংরেজী ফ্রান্স জার্মান।
মাতৃভাষা শিখবে আগে করবে তার সম্মান।
মাতৃভাষা মাতৃসুধা  তুলনা নাই জগতে।
কুর্ণিশ করে প্রতিক্ষণে রাখবে তুলে প্রাণেতে।
মাতৃভাষা স্বীকৃতি পেল কত শহীদের ত্যাগে।
কত রক্ত ঝড়াল মানুষ স্মরণ করো আগে।
রাজপথ হয়ে উঠল পিছল শহীদ রক্ত লালে।
বরুদে কেঁপে উঠল মাটি পাখীরা কুজন ভুলে।
২১শে ফেব্রুয়ারী অবশেষে এক নতুন সকাল এলো।
স্বীকৃতি পেল ভাষা দিবস সংগ্রাম সমাপ্ত হলো।
মধুর মোদের মাতৃভাষা মধুর সন্ধ্যাতারা।
মধুর চাষা মধুর শ্রমিক  মধুর মোদের ধরা।