শীতের বেলায় কোপাই নদী
   কাঁপছে থরথর,
উদাসী হাওয়ায় মাতন লাগে
   সবাই জড়সড়।


পাড়ের কাছে বসেছে ওই
   ভুবন ডাঙার মেলা,
হরেক রকম কেনা কাটায়
   কাটে সারা  বেলা।


লাল মাটির ধুলো মেখে
   আপন পসরা নিয়ে,
যে যার মতো বেচেকেনে
    নিজ সামর্থ দিয়ে।


সাদা কালো লোকের ভিড়ে
   জীবন স্রোত ছুটে,
পিঠের উপর বোঝা নিয়ে
   ফেরি করে মুটে।


দুষ্টু খুকু বায়না ধরে
   রান্নাবাটি চাই,
কেমন করে কিনবে সেটা
   পয়সা হাতে নাই।


তাইতো খুকু মাঠের পরে
   পা ছড়িয়ে বসে,
চেঁচিয়ে সে মাতায় মেলা
   চুপটি করে না সে।


খোকোন সোনা বাঁশি কিনে
   বড্ড খুশি পায়,
তারস্বরে বাজিয়ে চলে
   মনে আনন্দ গায়।


লুকাচুরি রঙের খেলা
   স্রোতের মাঝে ছুটে
কখনো আবার আলো ছায়া
   খেলে হাটের মাঠে ।


বেচাকেনা সাঙ্গ হলে
   সবাই ঘরের পানে,
কেউ ফেরে খুশির দোলায়
   কেউবা দুখী মনে।


ধীরে ধীরে ঘনায় আঁধার
   হাটের মাঠ শুন্য,
চাঁদের আলোয় নিশুতি রাত
   হয়ে ওঠে বন্য।


জীবনের এই হাটের মাঝে
   সবাই থাকে ব্যস্ত,
নিখিলের ওই আপন খেলায়
   হই মোরা ন্যস্ত।