ইলিশের রূপে রুই যেন খুব ক্ষুব্ধ,
সব ছেড়ে সাদা রঙ  হয় শুধু লুদ্ধ!
মানুষের মুখে শুধু ইলিশ বড়াই!
সব মোরা জোট বেঁধে করবো লড়াই।
সব মাছ জড়ো হয়ে বলে রুই  ঠিক,
মোদের কদর নেই করবো স্ট্রাইক...
সারাটা বছর করি মানুষেরে তৃপ্ত,
অবহেলা সহেনাকো হয়েছিযে ক্ষিপ্ত!


বোয়াল বললো ভায়া শোনো মন দিয়ে,
ইলিশের দেহ মোড়া সাদা রূপ ছেয়ে,
দুনিয়ার চাহিদাটা বোঝো ভালো করে,
গুণের চাহিদা কম রূপ যেথা ভরে।
হ্যাংলা মানুষ যদি কোথা তার দোষ?
জ্বলে শুধু চিরদিন কালোদের রোষ।