চোখে মুখে উপচে পরে জগন্নাথের খুশি,
ভক্তরা খুশি দেবকে ঘিরে, টানছে রথের রশি।


বছরে এই দুটো দিন, ভ্রমণ করেন তিনি,
বাকি সব দিন আপন ঘরে বন্দী হন যিনি।


মুক্তি নেই সংসার ধামে, আপন দুয়ার হতে।
আপন মুক্তি চাইছো বুঝি? তিনিও বাঁধা পথে!


এ পৃথিবীর সকল সুখ, সবার জন্য নয়!
বুঝিয়ে দিলেন আপন দেহে, প্রাণের জগন্ময়।


মাসির বাড়ি বড় আপন,সম্পর্কে আছেন বাঁধা।
বুঝিয়ে দিলেন হৃদয় দিয়ে, সম্পর্ক নয়তো ধাঁধা।


ভাই বোন বড্ড প্রিয়,স্নেহতে জড়িয়ে রাখেন।
সবার সাথে বাঁচবো প্রাণে, স্বার্থ নাহি দেখেন।


অনেক শিক্ষা দিলেন তিনি,  বুঝবে হলে জ্ঞান।
প্রতিটি পদে বুঝিয়ে দিলেন, তুলনায় নিজ প্রাণ।


অস্পৃশ্য যদি তব কাছে, তিনিতো বুকে রাখেন!
শুচিতাতো মনের রত্ন, সত্য দুচোখে আঁকেন!


কাঠের দেহে নরম মন, যেন ডাবের খোলা।
মানুষকে কোরোনা অবজ্ঞা আর, মনটা রাখো খোলা।


জীবনের কিছু নিগূঢ় সত্য, বুঝিয়ে দিলেন সংসারে।
অজ্ঞ মানুষ বুঝেনা হায়, দেখেন শুধু উপরে।