আঁধারের বুকে ভাসে,জোনাকির আলো!
মনে হয় শত দীপ,কে ছড়িয়ে গেল!
তারাগুলো বহু দূরে ছোঁয়না জীবন,
জোনাকির সাথ রয় একান্ত আপন।
রাতের আঁধার বুঝি,ঋণী হয়ে রয়!
গভীর গোপোন কথা বুকে নিয়ে বয়।
লুকোচুরি করে ফিরে আঁধারের সনে,
আলোয় ভরাতে চায় দেহ প্রাণ মনে।


ওই টুকু ক্ষুদ্র বুকে কতো সুখ বয়!
ছড়ায় আবেশ তার সারা বনময়!
জীবন্ত আলোর কণা, ছুঁয়ে যায় মন!
বিধাতা দিয়েছে তারে,আলো রূপ ধন!
তার কথা গায় কবি, স্নেহের যতনে,
তার ছবি আঁকে রাত, দীপ্ত প্রাণ মনে।