অরুণ আলোক প্রাতে, আসিলে ধরায়।
তোমার রঙিন ছটা,পৃথিবী ভরায়।
সুখ দুঃখ নিয়ে পথে, বেঁধে গেলে সুর।
শ্রাবণের এক প্রাতে, চলে গেলে দূর।
কেঁদেছিল ধরা ধূলি, কাঁদলো শ্রাবণ।
তব গাথা ছুঁয়ে রয়,হৃদয়ের কোণ।
নব নব আঘাতেও ছন্দে তব গান।
তোমার বাণীর মর্ম হৃদে বিদ্যমান।


কর্মহীন সাঁঝবেলা দখিনা বাতাস,
ছায়ে বকুলের ঘ্রাণে, তোমার আকাশ।
সোনার তরীতে কবি, এসোনাগো আর।
পাবে তুমি ধ্বংস ক্ষত, দুঃখ উপহার।
সবলারা আজো হায়, প্রতিদিন কাঁদে।
আজো তারা পিষ্ট হয় সমাজের ফাঁদে।