মহাকাল বাইছো স্রোতে
   বিরাম কভু নাই,
প্রতি মুহূর্তের সব কাহিনী
   বুকেতে দাও ঠাঁই।


মোর জীবনের কিছুটা কাল
   ডিলিট করতে চাই,
বইবো কেমনে জীবন তাপ
   তোমারে খুঁজছি তাই...


প্রতি শিরার ঢেউএর স্রোতে
   যার নাম ছোটে,
চোখের পাতায় ভাঙা স্বপ্নে
   গোঙিয়ে শুধু ওঠে।


দাওনা তুমি জাদুর পরশ
   ভুলবো সব কথা!
আলগা করবো বাঁধন যত
   যেথায় শুধু ব্যথা!


তোমার স্পর্শে হোকনা ক্ষয়
   আমার বহা কাল,
যে কালের বুকে গাঁথা
   সোনালী মায়ার জাল।


দমকা হাওয়ার সাথে হারাক
   বন্দী সকল স্মৃতি,
অতীতকাল টাইফুনেতে
   হারাক করুক ইতি।


এই জীবনের ঝরা পাতা
  সবটা তুলে লও,
কঠিন বুঝি তোমার বাহু
   কঠিন জানি নও!


মুছে যাক অদৃশ্য লিপিতে
   বিচ্ছেদেরই কাল,
পায়ে পায়ে জড়ানো রয়
   সিক্ত মায়ার জাল!


স্বরলিপিতে বসানো স্বরে
   যার নাম রয়,
অতীত পাতা নাও গিলে
   গাইতে ভয় হয়!


নইলে চাই নব জন্ম
   দেহে নামুক ক্ষয়,
শেষ পথে গভীর আঁধারে
   না করি সংশয়।