শুভেচ্ছা ভোরের নতুন সূর্য, চোখ খুলে দেখো!
তোমার প্রতীক্ষায় চেয়ে রয় অজস্র কুঁড়িরা যত।


রোজ তাদের ডিঙিয়ে তুমি কার কাছে যাও?
কে তোমারে নিল কিনে,  ঋণে  বাঁধা রও?


তুমিকি দেখেছো পথের পারে শিশুর বীভৎস ক্ষত?
তাদের  শৈশব হলো হত, স্বপ্ন ভাঙলো শত।


তুমি বুঝি এক অসহায়, ওদের লোভের কাছে!
অথবা কোনো যুদ্ধ ঘটে অতঙ্ক ভয় পাছে।


একবার সব তুচ্ছ করে সোনার কাঠি বুলাও!
প্লেট ধোওয়া শিশুর স্বপ্ন অরুণ আলোতে ভরাও!


লুকিয়ে যাও কাগজ কুড়ানো ছেলেটির বোঝার আড়ালে,
তার সঞ্চয়ে তোমাকে পেলে দুঃখ যাবে অকালে!


কল্পতরু হয়ে এসে নিজেরে তুমি মেলো...
বঞ্চিত শিশুদের ভরাও আজ, করুণা ধারার আলো!


তোমার আগমনী বার্তা ভরুক, শত কুঁড়িদের মাঝে,
তারা বিকশিত হোক সুখে, জাগবে আপন সাজে!


সমাজ শোষকদের দিওনা ধরা, হয়োনা তাদের অধীন,
চিনলে তোমায় ছিনিয়ে নেবে, হবে তুমি পরাধীন।


চুপি চুপি এসো তুমি স্যাঁতসেঁতে ঐ বস্তিতে!
তোমার বাণী ছড়িয়ে দিয়ে, প্রেরণা যোগাও ভিতে!


টুকরো টুকরো আলোর সোনা, ছড়াও কচি হাতে,
মাখুক তারা আলোর কণা, জীবন চলার পথে!


নব রূপে এসো তুমি, করি তোমায় আরতি,
ছেড়ে যেওনা ওদের হাত, এটুকু শুধু মিনতি।