ও পাখি তুই ডাকিসনারে
   রইতে দেনা একা,
ভাবনাতে মোর ব্যাঘাত ঘটে
   বুকের ভিতর ফাঁকা!


শোননা হেথায় চুপটি করে
   একটা কথা বলি,
হারিয়ে গেছে মানিক আমার
   কষ্ট কেমনে ভুলি।


ফিরে আসতে মায়ের কাছে
   রাস্তা যদি  ভুলে,
সাবধানেতে নিয়ে তারে
   দিবি কোলে তুলে।


সন্ধ্যাতারা রূপের বাহার
   আকাশের ঐ গায়,
মায়ার ওই চক্ষু মেলে
   সত্য বলে যায়।


একটা সত্য বলবি তুই
   বলনা কোথায় পাই,
কোটি তারার মাঝে ওকি
   পেয়েছে বুঝি ঠাঁই?


কখনো সে কি পরবে ঝরে
   আমার শুন্য কোলে,
তাকে পেয়ে নতুন হবো
   দুঃখ যাবো ভুলে।


ও নদী তুই শান্তি স্বরূপ
   চিরকালের মাতা,
কতো দুঃখ জুড়াসরে তুই
   কতো কষ্ট ব্যথা!


জুড়িয়ে কবে দিবি আমায়
   বক্ষ শীতল হবে,
এ তাপ আর সইতে নারি
   পথে শান্তি রবে।


বয়ে নিয়ে চলরে মোরে
   কঠিন পোড়া দেহ!
কোন মোহনায় পাবো তারে
   টের পাবেনা কেহ!


ধীরে ধীরে নামছে সন্ধ্যা
   দুর্গম হলো পথ,
কেমনে যাব ওপার আমি
   মলিন  মনোরথ।