মিছিলের আগে চলে কে ওই যুবক?
চোখ তার দৃঢ়তায়, বুকে অগ্নি শোক!
হাত ছিল মুষ্টিবদ্ধ, হাত ছিল শুন্য!
ছুড়ে ছিল আকাশেতে মানুষের জন্য।
মুষ্ঠিবদ্ধ হাতে তার স্বপ্ন ধরা ছিল !
সমাজকে শোধরাবো আশা বেঁধে ছিল।
বঞ্চিতদের সঞ্চিত ক্ষোভ ছিল হাতে!
অগণিত  মানুষের  দাবী ছিল সাথে।


আগুনের লাভা গলে, তার চোখে বয়!
প্রতারকদের ধ্বংস হৃদয়ে প্রত্যয়।
আশ্চর্য বারুদ তার মুষ্টিতে আবদ্ধ!
জঞ্জাল জ্বালিয়ে দিয়ে হবে কর্মে সিদ্ধ।
ক্ষয় পুঞ্জিত সমাজ তার পানে রয়!
মুষ্টিতে জয়ের চাবি পাবে সে নিশ্চয়!