নতুনের তরে সাজাও ডালা
   হরষিত করো বক্ষ,
পুরাতন পিঠে জড়ের বোঝা
   নেইতো নতুন লক্ষ্য।


নতুনের তরে ফুলবীথি আজ
   সাজে নব কুসুমে,
শিশিরের ছোঁয়া করেছে পরশ
   জোছনা চুমে ভূমে।


স্মৃতির হৃদয়ে অজস্র ক্ষতে
   পর্দা বিছিয়ে দাও,
ঝোড়ো বাতাস করে উদাস
   হাসিতে ব্যথা ভুলাও।


ফুটপাথে ওই উলঙ্গ শিশুর
   হাসিতে দেখো সুখ,
শোধো আজ বিবেকের ঋণে
   ভুলবেই তারা দুখ।


কানাকানি করে শুভ্র বলাকা
   নতুন সুর্য মেখে,
নতুনের গানে ভাসায় পালক
   আঁধারকে পিছে রেখে।


ধ্বংস হিংসা কলুষিত করে
   নতুন সতেজ আত্মা,
ভালোবাসার নব অঙ্কুরে
    জাগে শান্তি সত্ত্বা।


প্রতিটি প্রাণে নতুন সুখে
   বসুক মিলন মেলা,
হৃদয়ের কূলে ভেদাভেদি ভুলে
   এক সাথে পথ চলা।