আমি সেদিন অষ্টাদশী, তুই বিশের ঘরে,
   আবির রঙে সাজানো পলাশ মনের সীমা পাড়ে!
বসন্তে সেদিন লাল হলুদে ছাইলো মনের নীল,
   হারিয়ে ছিলাম নতুন নেশায় খুশিতে অনাবিল।
আজো যখন ভাবি তোরে এত যুগের পরে,
   কেমন যেন মরা গাছে ফুলের বোঝা ভরে!
স্বপ্নে তুই আজো আসিস ছোঁয়া তোরে হয়না...
   হাত বাড়ালেই মিলায় সুখ খুশির বন্যা বয়না।
বললি সেদিন "সঙ্গে নিবি মিষ্টি হাসি দিয়ে
   ধরনা হাত  দেবো তোরে সোনার রঙে ধুয়ে"
হিসেব নিকেষ করতে আজও তোকে বুঝি ছুঁই,
   লোকসানের এই জীবনটাতে লাভের ঘরে তুই।
পরশ পাথর ফেলে সেদিন কুড়িয়ে নিলাম নুড়ি!
   স্বপ্নের এই দিগন্ত মাঝে তোর দ্বারেতেই ঘুরি।
যেখানে আজ চরণ পরে ছায় তিক্ত ব্যথা,
   মনের কোণে স্তুপ মাঝে মরীচিকার কথা!
অন্য কোনো জন্মে কভু দেখা আবার হয়!
   ধূসর রঙে সিক্ত তখন চিনে নিবি নাহয়...
নীল পরী আর নইতো তখন ব্যর্থ রাতের তারা!
   ভরাই শুধু আঁধার রাত হয়ে সর্বহারা।