ধ্বংস স্তুপ পিঠে খেলে
   নগ্ন একটি শিশু!
মনে হয় চিনি উহারে
   হবে কলির যীশু!


কিংবা ধরবে সেই কভু
   কোটি মানুষের হাল,
দিকভ্রান্ত  যারা পথে
   জীবন নদে উত্তাল।


অথবা সে বলরাম হয়ে
   কঠিন ফালের ঘায়ে,
বন্ধ্যা মাটিতে ফলাবে শষ্য
   নিরাশা লুটাবে পায়ে!


পুরুষ আর নারীতে ভেদ
   কোরোনা তারে আজ,
দেখো মহামায়া রাখেন পা
   পুরাতে সৃষ্টি কাজ...


কালি রূপে এলেন বুঝি
   হনন করতে অসুর!
জঞ্জাল সব হবেই সাফ
   চোখে স্বপ্ন নিগুঢ়!


জেনো বুঝি মুহাম্মদ হয়ে
   মানুষ বানাবে হাতে,
চির শান্তির বাণী বাঁধবে
   ভয়ঙ্কর কালো রাতে।


নয়তো সে আগুন হয়ে
   ঝরবে দিকে দিকে,
যেমন ঝরেছে একুশের পথে
   সংগ্রামীদের হাতে।


বাড়িয়ে দুহাত নাও ক্রোড়ে
   দ্বিধা কোরোনা আর,
বেওয়ারিশ তবু সে বাইবে
   ক্ষয়িত জীবন ভার।


ভবিষ্যতের ঐ ঘুমন্ত কুসুমে
   দাওগো প্রাণের দোলা!
আঁধার রজনী চায়যে আলো
   লাগুক বাতাস ভোলা।


ওদের ছোট্ট পায়ের আঘাতে
   নিশ্চিত কালিয়া দমন!
অশুভ গুলোর হবে পরাজয়
   বাতাসে বাঁচার সমন!