ওহে পথিক শোনো শোনো ভাই
   কি সুর ছড়িয়ে যাও!
অন্তরের এই গভীর কোণে
   জোছনা ভরিয়ে দাও...


মধুর তোমার সুরের ধ্বনি
   আকাশ বাতাস ছায়,
ক্ষত, আর্তি, নিরাশা, ক্ষয়, স্মৃতি
   মোড়ানো শত ব্যথায়।


কোনো প্রেমের বিরহের গান
   তুলছে সুরেতে কান্না,
গানের ভাষা চেনা দেয় শুধু
   হৃদয়ের রক্ত বন্যা।


কোনো মায়ের আকুলতা রয়
   গানের প্রতিটি স্বরে,
হারিয়েছে বুঝি প্রাণের দীপ
   যন্ত্রণায় বক্ষ ভরে।


কোকিলের সুর মেনেছে হার
   চুপ রয় যত সৃষ্টি!
বিচলিত হই প্রতিটি পদে
   চোখেতে নামছে বৃষ্টি।


কোনো কৃষকের কাস্তের গান
   অভাবের স্রোত ধারা,
ছড়ায় খিদে আঙিনার পরে
   ব্যাকুল হৃদয় ধারা।


যে শ্রমিকের পথের দুধারে
   বিষাক্ত ঘন আঁধার!
তারই গান কাঁদায় পথিক
   স্রোতে ভাঙা দুই পার!

হবে বুঝি কোনো যুদ্ধের ক্ষত
   তুলে আজ কণ্ঠ জুড়ে,
তিরতির করে রক্তের ধারা
   হৃদয়ের স্রোতে ঘুরে।


বলনারে কোন কষ্ট পথিক?
   দুচোখ ভরেযে জলে,
পৃথিবীর পরে ঝুঁকেছে চাঁদ
   সুরের আঘাতে দুলে!


নাড়ায় মনের রূদ্ধ দুয়ার,
   ঢোক গেলা যত কষ্ট,
নাবোঝা ভাষার আলোড়নেতে
   মর্মের মাঝেতে পিষ্ট।