আয়রে শ্রাবণ ধুইয়ে দেরে স্বাধীনতার পা!
অনেক পথ হেঁটেছে সে ধূলিতে সিক্ত গা,
চোখে তার বেদনগুলো ঝরে বৃষ্টি হয়ে...
দুখ তার লুকিয়ে রাখ আজো বুকে বয়ে!


হারিয়েছে সে অনেক কিছু,অনেক সন্তান বীর,
ইতিহাসের পাতায় তারা অক্ষয় উঠিয়ে শির!
তাদের রক্তের ওঠেনি দাগ স্বাধীনতার গায়ে,
প্রতীক্ষা করে আসবে ওরা হিসাব খাতা নিয়ে!


দিনে দিনে আসছে ধ্বংস লোভ লালসা ঘিরে,
মানুষ বুঝি দিসে হারা উদভ্রান্ত হয়ে ফেরে,
জীবন আজ শুকিয়ে আসে মরুভূমির তটে...
মূল্যবোধ বিকিয়ে গেছে ভাঙা হাটের মাঠে!


পূব দিকে ছেয়ে আছে নিশি ভেদের আলো,
আগমনী বাজে তবু ভাই মনের দুয়ার খোলো।
ওরা বুঝি জাগবে আবার আসবে প্রতি ঘরে,
স্বাধীন হবো বুঝি আরবার এই মাটির পরে।


প্রতিদিন তাই খোলা চোখে স্বপ্ন বাতাসে বয়!
হবেগো বুঝি পূরণ মাটিতে আছে দৃঢ় প্রত্যয়।
বিস্ফোরণ ঘটে আত্মার মাঝে আঁধার যাবে সরে,
পঙ্কিলতা সব দূরে যাবে স্বচ্ছ নতুন ভোরে।