হিংসার কালো পিঞ্জর দেখো
   প্রেমকে আছে ঘিরি,
এসোনা  উড়াই পতাকা
   মুক্ত তাকে করি।


প্রেম বন্দী রয়েছে আজ
   বৃদ্ধাশ্রমের খাঁচায়!
শান্তি বিহঙ্গ উড়িয়ে দিই
   তাদের জীবন পাতায়।


কাগজ কুড়ান ঝোলায় খুঁজে
   মুক্তি ছোট্ট হাতে!
প্রেম বন্দী হলো দেখো
   ওদের জীবন পথে...


প্রেম বন্দী হলো মেয়েটি
   পণের নিষিদ্ধ হাতে,
মুক্তি খুঁজতে খুঁজতে সে
   মিলায় চোরা পথে!


প্রেম বন্দী অগ্নি পথে
   যুদ্ধের আগমনে,
হিংসাগুলো প্রেমকে বুঝি
   বাঁধে হিংস্র প্রাণে!


প্রেমগুলো আজ বন্দী বুকে
   পথ খুঁজে মরে,
হোঁচট খেয়ে চলতে গিয়ে
   বারে বারে হারে।


আকাশের ওই ছায়াপথে
   প্রেম মুক্তি খুঁজে!
উল্কার মতো আঁছড়ায় আজ
   সুসভ্যতার মাঝে।