চলতে গেলে পথে সহসা
হোঁচট খেলে জানি,
বন্ধু পাসে রইলে পড়েই
ধরবে সে হাত খানি।


সব কিছু বিদায় নিলে
ঘনায় গহন রাত,
প্রতি পদে রইবে পাশে
দেবে বন্ধুই সাথ।


তোমার সাথে হাসবে ওরা
কাঁদবে তোমার দুঃখে।
তোমার সাথে ভাসবে আবার
জোয়ার নদীর স্রোতে।


অন্ধোকারে নিজের ছায়া
করে যবে অস্বীকার,
বন্ধু এসে দাঁড়ায় পাসে
করবে বুঝি বিপদ পার।


তোমার দগ্ধ বুকের মাঝে
আনবে শীতল পরশ।
তোমার সাথে গাইবে গান
জাগায় প্রাণের হরষ।


তোমার মনের সুরের ধ্বনি
বাজবে তারই কানে,
না বলা কথার প্রতিধ্বনি
শুনতে পাবে প্রাণে।


বন্ধু হলো রূপকথার সেই
পক্ষীরাজের ঘোড়া,
চলার পথকে করবে সহজ
লাগেনা কোনো ভাড়া।