মাযে তুমি বটের ছায়া, হাঁপিয়ে ওঠা মনে।  
তুলসী তলায় সন্ধ্যাপ্রদীপ, শ্রদ্ধা প্রতিক্ষণে।
এদিকে কারণ ওদিকে বারণ যতো করো শাসন।
ভালোবাসায় ভরা মাগো তব স্নেহের আসন।
ঝড়ের দাপট যখন ভাঙে, জীবনটারই শক্ত হাল।
আঁচল দিয়ে আড়াল করো,দুর্যোগের ঐ কঠিন কাল।
তোমার ছোঁয়া যখন থাকে, আমার মাথার পরে।
চিন্তাগুলো তক্ষুনিযে, সবটা কেবল হারে।
মায়া যেন রূপ নিয়ে মা তোমার মধ্যে এসে।
ক্লান্ত মনকে শান্ত  করে,যাইযে আমি ভেসে।
বাঁধন এতো শক্ত তোমার,উঠাও মোদের ভার।
এই জীবনের সবটুকু পথ, হেলায় করো পার।
দুঃখে যখন কাঁদি মাগো,তুমিও কাঁদো সাথে।
আমার হাসি তোমার সুখে পরাও রাখী হাতে।
আদর্শ আর নৈতিকতার তুমিযে প্রতিকৃতি।
তোমার পায়ের ধুলায় যেন,আমার স্বীকৃতি।
হারবোনা মা কোনোদিন,শুধু থেকো পাশে।
আশীর্বাদের হাতটি সদায়,রেখো মাথায় হেসে।
মাগো,তুমি শিখিয়ে ছিলে, এগিয়ে চলার মন্ত্র।
এগিয়ে যাব, থামবো নাকো  দেখবো পথের অন্ত।
সত্যের পথ ধরালে মাগো,সত্যের পথে চলবো।
আঘাত আসুক নব নব,সদা সত্যই  বলবো।
আমার সুখের মুক্তগুলো,ছড়ায় যখন পথে।
যত্ন করে কুড়িয়ে সেটা, দাও আমারি হাতে।
মাযে আমার  সূর্যমুখী ধন্য হলাম পেয়ে।
আমার চোখে সুন্দরী মা একশো চাঁদের  চেয়ে।