আমরা তরুণ আমরা প্রভাত আমরা রচিব নতুন ভোর l
আমরা প্রহরী আমরা সৈনিক আমরা জাগি রাতের প্রহর l
আমরা কুড়ি আমরা সবুজ আমরা ঘুমন্ত আগ্নেয়গিরি l
আমরা ঝড় মলয় বাতাস আমরা পৃথিবীর হাল ধরি l
আমরা সবুজ ধানের শিষ আমরা আগুনে গলিত লোহা l
আমরা আবার ধ্বংস করি সর্বনাশের সুপ্ত  গুহা l
আমরা ঝড় বিদ্যুতের অসি সৃষ্টিটাকে করি লন্ডভন্ড l
আমরা লড়াই আমরা একুশ দুষ্টকে করি খন্ড খণ্ড l
আমরা শান্তি আমরা মুক্তি গায়ে মাখাই গৈরিক আলো !
আমরা আকাশ আমরা স্বপ্ন ছিন্ন করি  হিংসার কালো l


ওদের  বুকের প্রেরণাগুলো হউক স্বচ্ছ, হউক নির্মল l
ওদের  শোনাও শান্তির বাণী, স্নেহেতে জাগাও প্রতিপল l
ওরা না জানে মৃত্যু ভয়, ওরা জানেনা কোনো ক্ষয় l
পায়ের ভৃত্য মৃত্যু আঁধার, বজ্র হয়ে বেঁচে রয় l
পৃথিবীর প্রিয় সন্তান ওরা, এই মাতৃভূমির সম্মান l
মাটিকে বাঁচাতে লড়াই করে কভু তুলে দেয় নিজ প্রাণ l
বঞ্চিত হয় কভু তারা,রাগে কাঁপে থরথর l
অধিকার  চায় ভিক্ষা নয়, জাগাও তাদের অহরহ l
তাদের হাত শক্ত করো, পৌঁছে দেবে নতুন ভোরে l
রামধনু ঐ সাতটা রং পৌঁছে দেবে সবার ঘরে ll