জন্ম হলো যে ভূমিতে, সে আমার রইল নাগো
যে ঘরেতে বেড়ে উঠলাম,সেও আমায় পর করলো...
শিকড় ছেড়া প্রাণটা নিয়ে অন্য ঘরে যখন গেলাম,
তাদের হাওয়া তাদের জলে নতুন আমি খুঁজে পেলাম।
স্মৃতি বুকে আছড়ে পড়ে ভাবি বসে নাড়ির টান।
হৃদয় কোণে জমিয়ে রেখে,মানিয়ে চলে এই প্রাণ।
নতুন ঘর, নতুন জীবন, নতুন সুখ, নতুন বাতাস।
নতুন মানুষ, নতুন পরশ হলো রঙিন মোর আকাশ।
দখিন হাওয়া নিয়ে আসে ফুলের বাহার, লাল ফাগুন।
খামখেয়ালীর অবহেলা জাগায় মনে সুপ্ত আগুন...
কেন এই শিকড় ছিড়ে মনটাকেতো উপড়ে ফেলা?
কখনোবা  হোঁচট খেয়েই কেটে যায় সারা বেলা।
দিনের সূ্র্য রাতের চাঁদ নতুন কেন মনে হয়!
মানিয়ে নিয়ে সব দহন,নতুন করে সাজতে হয়।
দ্বিধা দ্বন্দ ঝেড়ে ফেলে নতুন খুশির জন্ম হয়!
দিনের নাটক ফুরায় যখন, অস্ত রবি কথা কয়!


“পুরোনোকে বুকের মাঝে আঁকড়ে কেন রাখলি হায়
শিকড় ছেড়া প্রাণটা নিয়ে স্মৃতির আবির মাখলি গায়"
মোদের মধ্যে কেউবা সুখী, কেউ কাঁদে জীবন পথে।
কেউ অকালে ফুরিয়ে যায়, ঝড়ে, দারুন বজ্রাঘাতে।
শিকড় ছিড়ে উপরে ফেলে পুতবে যেগো নতুন পথে।
মানতে হবে তাদের রায়, রিতি যুগযুগান্তর হতে।
ছেড়া শিকড় পাবে কি মাটি? কেউবা জমি পাবেনা!
জীবন রোদে শুকাবে কেউ,বাঁচার সূর্য রবেনা।