একটা সুখের ঘরের সন্ধানে ছিলাম,
কোন বিহান বেলা হতে।
সবাই আশ্বাস দিল,একদিন হয়তো পেয়ে যাবে,
হয়তো কেন, ঠিক পেয়ে যাবে,
বলেছিল আমার পরম আত্মীয়েরা।
বন্ধুরা বললো, চোখটা খোলা রাখিস
তুই বঞ্চিত হবিনা।
মা বলেছিল, অবশ্যই পাবি,বিশ্বাস রাখ!
যাইহোক,  খুঁজতে খুঁজতে সত্যিই
পেলাম এক সুখের ঘর!
কিন্তু দরজার সামনে যে মস্ত তালা...
চাবির ঠিকানা কোথায়?
মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে হাত পাতলাম,
চাইলাম চাবি,আমার সুখের ঘরের,
অপেক্ষায় আমার প্রতিক্ষণ...
কিন্তু কোথায়  চাবি?
তবেকি আমার স্বপ্ন হবেনা পূরণ?
বিশ্ব সংসার ওলোট পালোট করে
সমুদ্র মন্থন করে,
খুঁজলাম, শুধু খুঁজে গেলাম।
আজ ক্লান্ত বিকেলে,
সুখের ঘরের দরজার গা ঘেঁষে বসলাম,
জানি, আজ আর কারো আশ্বাস,
কারো প্রলোভন,কারো বিশ্বাস,
আমাকে নাড়া দেয়না।
আমাকে বিচলিত করেনা!
সুখের ঘর খুঁজতে গিয়ে,
সুখের অসুখ আমার সেরে গেছে।
বুঝেছি পরম সত্য,
সুখতো শুধু মরীচিকা!
তার অধিক কিছুই নয়,কিচ্ছুনা।