আমি যেন  শিশির সিক্ত, ছোট্ট বেল কুঁড়ি।
প্রস্ফুটিত হবো কবে, তার প্রতীক্ষা করি।
দাওয়ার সব গভীর কোণে ছড়াবো মোর সুবাস!
আমায় ভালোবাসায় বেঁধো এটুকু মোর আশ!


ঔরসে আজ পরম সুখে নিদ্রা আমি যাই...
নতুন সূর্য দেখবো আমি আর কিছুনা চাই।
আঁধার রাতের দীপ্তি শিখা, তোমার ঘরের সুখ
সভ্যতারই রাজ তোরণ, রামধনুর ঐ মুখ!


সমাজ বুঝি ধন্য আজো, হতাম পুত্র যদি,
কন্যা রূপে জাগাও মাগো জিতবো নিরবধি!
দেখবো তোমায়  দুচোখ ভরে তুমি অতি আপন...
তোমার কোলে দেখবো জগৎ করবো দিন যাপন!


যখন ওরা উপড়ে ফেলে, আমার ভ্রূণ সত্তা...
বিধাতা ওই নীরবে কাঁদে, রুষ্ট তার আত্মা।
যত মোদের খনন হবে পাঠাবে চিতানলে,
সভ্যতা যাবে হীম ঘরেতে, দেখবে চক্ষু মেলে।


তাইতো তোমায় বলি মাগো, একটি কথাই দামী,
সবাই যদি নষ্ট মনের, জ্ঞানের পথে তুমি!
তোমার সাথে বাঁধা আমি যুগের পরে যুগ...
তুমি আমায় জড়াবে সুখে, আশায় বাঁধি বুক!


বোবা বুকের কান্না যদি শুনতে নাহি পাও,
বুঝতে যদি না পারো ক্ষয় দোষ দেবোনা তাও।
আমার তরে রিক্ত হৃদয় মৃত ভালোবাসা!
বাঁচতে তবে চাইবোনা আর, বাঁধতে নতুন আশা।