দিন পেড়িয়ে সন্ধ্যা হল,
আসলোনা কেউ মোর ঘরে।
ঘরের ভেতর বউ সন্তান,
ক্ষুধার জ্বালায় মরে।


মেম্বার,চেয়ারম্যান,ধনী সাহেবরা,
দিল না কেউ ত্রাণ।
ক্ষুধার জ্বালায় আমাদের আজ,
বেড়িয়ে যাচ্ছে প্রাণ।


অনাহারে থাকা মানুষের ব্যাথা,
কেউ বোঝেনা ভাই।
স্বার্থ ছাড়া এই জগতে,
কোন মানুষ নাই।


স্বার্থ আজ ঝেড়ে ফেলো,
ওহে ধনী ভাই।
আজকে আমরা বাঁচার জন্য,
দুই মুঠো ভাত চাই।


লকডাউন মেনে নিয়ে,
রয়েছি মোরা ঘরে।
আর কয়টাদিন থাকলে এভাবে,
যাব আমরা ক্ষুধায় মরে।