শ্রাবণ মেঘের ঝমঝমে
শুনি তব কথা,
এমন করে দাও কেন গো
এমন নিঠুর ব্যথা ।


মাঝে মাঝে হেয়ালিতে
বলিতে কি চাও ?
শ্রাবণ মেঘে ভিজলে তুমি
সঙ্গী করে নাও ।


তোমার একটু স্পর্শ পেতে
বারি হয়ে ঝরি
মৃত্তিকাকে ভালবেসে
বক্ষে তোমায় ধরি ।


বৃষ্টির তালে, মনের ভিতর
কথা করে রণ
ঝমঝমিয়ে ভিজাও মোরে
ভিজাও তপ্ত মন ।


১৩/০৮/১৪
সময়: ১২.২১
বদরপুর ।