বিপদে পড়লে,মানুষ চেনা যায়-
কেউ থাকেনা পাশে,
আকুতি-মিনুতি দেখেও তারা,
না,এগিয়ে আসে।
বিপদ দেখে কেউ কেউ আবার-
খিলখিলিয়ে হাসে।
মই নিয়ে কেউ যায় পালিয়ে,
তুলে দিয়ে বড় গাছে।
কেউবা আবার মহা খুশি হয়-
অন্যের জীবন নাশে।
বিপদে পড়ার সুযোগ নিয়ে কেউ,
পরিণত করে দাসে,
কেউবা আবার হাদারাম বলে-
ঝারি মারে আর শাসে,
ব্যাঙেও তখন লাত্থি মারে,
রক্ত চোষে ডাশে।
শ্রান্ত-ক্লান্ত বেচারা তখন,
দুঃখের সাগরে ভাসে।
তারপরও কিছু ভাল মানুষ আছে,
এই আশায় সে বাঁচে।।
_____________________
লেখা-১০ ফেব্রুয়ারী,২০১৮