গ্রাজুয়েশন করেও টানে
বেকারত্বের ঘানি,
চাকরির পিছে ছুটে ছুটে তারা,
ঝড়ায় দেহের পানি।
মা-বাবা বকা দেয় তার,
বকা দেয় নানা-নানী।
নিভৃতে কাঁদে তারা
শুকায় চোখের পানি।
জুতার তলা ক্ষয় করেও
মিলেনা চাকরিখানি!
মামা-খালুর জোর নাই তার,
টাকা নেই তাও জানি,
ঘুষ ছাড়া যে চাকরি হয়না
আমরা সবাই মানি।
তবু সব কিছুতেই বেকার বলে,
আমরা আঘাত হানি।
আজও কেন তোমার চাকরী হয়না?
চলে যায় আসমানী।
________________
লেখা-১৮ ডিসেম্বর,২০১৭
পত্রিকায় প্রথম প্রকাশ-২৯ জানুয়ারী,২০১৮(দৈনিক যুগের আলো,রংপুর) ।।