খুব ইচ্ছে ছিল,হাতটি ধরব তোর,
ছুঁয়ে দেখব একবার,
আমার সে আশা হয়নি পূরণ,
ছেড়ে গেলি তুই,দুনিয়া অপার।
ইচ্ছে ছিল হাটব দুজন,
আঁকাবাঁকা মেঠোপথে,
বহুদিনের জমানো গল্প করব,
কুহেলিকা তোর সাথে।
পাশাপাশি বসে বাদাম চিবাবো,
খাবো দই, ফুচকা আর আচার,
দুষ্টু-মিষ্টি ঝগড়া করব,
ঘর বানাবো ভালবাসার।
আমার সে আশা পূরণ হলোনা,
এ কেমন বিচার খোদার?
আমায় একা করে নিয়ে গেল তোরে,
হৃদয় করে মোর হাহাকার,
তুই ছাড়া যে জীবন আমার
নিতান্তই অন্ধকার।
দোয়া করি যেন সুখে থাকিস তুই,
ভালো থাকিস সবসময়,
আমিও একদিন তোর কাছে যাব,
কেউ আটকাবেনা আমায়।।
___________________
লেখা-১৯ ডিসেম্বর,২০১৭।
পত্রিকায় প্রথম প্রকাশ-০৭ ফেব্রুয়ারী,২০১৮(দৈনিক যুগের আলো)।
কবিতাটির নাম "বিদায়"হলেও প্রিন্টিং মিসটেকের দরুণ প্রকাশ হয় "দায়" নামে।