ইয়া মোটা মটকু মামা-
হয়না যে তার বিয়ে,
কনে পক্ষ দেখতে এসে,
চলে যায় রাগ নিয়ে।
কেউ তারে বিয়ে করেনা,
বিয়ে করেনা ঝিঁয়ে,
মটকু মামা মরতে চায়-
গলায় দড়ি দিয়ে।
মামা এবার প্রেমে পড়েছে,
মেয়ে নাকি তার পিএ,
সেও নাকি নট করেছে,
থোরায় গালি দিয়ে।
এই দুঃখে মামা আমার-
গালে মারে ডিয়ে,
আমি কেন মোটা হলাম?
ঘুষের টাকা খেয়ে!
চাকরি-বাকরি করবনা আর,
কি করি টাকা দিয়ে?
আমার চেয়ে অনেক ভালো,
বন-বনানীর টিয়ে।
এই দুঃখে পুড়ছে মামার,
কলিজা আর হিয়ে,
ইয়া মোটা মটকু মামা,
হয়না যে তার বিয়ে।
______________________
→লেখা-১৫ ফেব্রুয়ারী,২০১৮