খুব সকালে উঠিয়া দেখি,
শিশির ভেজা ঘাস।
মটকু মামা দৌড় মারছে,
এপাশ আর ওপাশ।
ভূড়ি তাহার ইয়া বড়,
মনে হয়,নয় মাস
ঘুষের টাকায় খাইছে ব্যাটা,
পোলাও,কোর্মা,পাশ (পায়েশ)।
আরো খাইছে গরু,খাসি
মুরগী রাজহাঁস।
খাইতে খাইতে, খাইছে ব্যাটা,
মোটা বরাক বাঁশ।
ভূড়ির জ্বালায় ঘুম হয়না,
করে ফাঁকাস ফাঁকাস।
এ যে,ঘুষে কেনা বাঁশ।।
.......
.......
→লেখা-২২ নভেম্বর,২০১৭ ইং
→কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রথম প্রকাশ-০৫/০২/২০১৮ ইং