একটা অসাড় হাসি দিলুম!
বন্ধু আমার বলে কিনা,ফল-ফ্রুট কিনে খেতে!
ফল-ফ্রুট খাব কি,দুঠো ভাতই তো পড়েনা পেটে।


একটা অসাড় হাসি দিলুম!
যাহা পাই তাহা খাই চেটেপুটে,
দিনশেষে যাহা জোটে।


একটা অসাড় হাসি দিলুম!
সারাদিন বসে থাকি মোর ভাঙা বোটে,
চেয়ে থাকি কে যাবে গঞ্জের হাটে।


একটা অসাড় হাসি দিলুম!
সবার কপালে কি আর ফল-ফ্রুুট জোটে!
দিনশেষে যে,আয় মোর একশ টাকা মোটে।


একটা অসাড় হাসি দিলুম!
হ্যাঁ,আমি কায়িক দুর্বল বটে-
গরীবের দুর্বলতা কাটিবেনা ফল-ফ্রুটে।


একটা অসাড় হাসি দিলুম!
বন্ধু আমার বলে কিনা,ফল-ফ্রুট কিনে খেতে!
সবার কপালে কি আর ফল-ফ্রুট জোটে!
গরীবের সুখ শুটকি ভর্তা,ডাল-ভাতে।।