জয়গান
------রেজাউল রেজা
...
ভাষাতো অনেক আছে,
বাংলার মত কি হয়?
বাংলার তরে লড়েছি মোরা,
মানিনি পরাজয়।
রক্ত দিয়েছি,জীবন দিয়েছি
অবশেষে করেছি জয়।
ত্যাগের বিনিময়ে পেয়েছি মোরা,
ছড়িয়েছি বিশ্বময়।
ভাষাতো অনেক আছে,
বাংলার মত কি হয়?
উর্দু ভাষাকে ছুড়ে ফেলেছি,
থাকতে দেইনি বাংলায়,
বিশ্ববাসীকে দেখেয়েছি মোরা,
ভাষা করেছি আদায়।
রক্ত মোদের বিফলে যাবেনা,
বাংলার হবেনা ক্ষয়।।


________
লেখা-১লা ফেব্রুয়ারী,২০১৮