চাকরির মাঠে চলছেরে ভাই,
আজব কোটার খেলা!
দিন-রাত্রি পড়েও ভাসায়,
ব্যর্থতারই ভেলা।


ইন্টারভিউ দিতে দিতে-
জুতা করল ক্ষয়,
চাকরির মাঠে হলো শেষে,
কোটাধারীরই জয়।


কোটার নামে চলছে আজি,
অধিকারের হরণ,
কি অপরাধ করেছি মোরা?
কোটাহীন সাধারণ।


গণতন্ত্রে নাকি সবাই সমান,
তবে,কাঁদে কেন সাধারণ?
চাকরির মাঠে হবে কেন বেশি?
কোটাধারীর বিচরণ।
______________________
®®লেখা-November 23, 2017 at 5:18pm
→ পত্রিকায় প্রকাশ-১৯ ফেব্রুয়ারী,২০১৮
(দৈনিক যুগের আলো,রংপুর)