মার্চ আসিলে হৃদয় ডুকরিয়া ওঠে,
ছিন্ন-বিচ্ছিন্ন হয় মোর হিয়া।
এই মার্চেই ঝাঁপিয়া পড়িয়াছিল,
পাক সেনাদল, অস্ত্র-সস্ত্র নিয়া।
পাখির মত করিয়াছিল গুলি,
সম্পদ করিয়াছিল লুণ্ঠন,
২৫ই মার্চের কালো রাতে,
অমানুষেরা করিয়াছিল ধর্ষণ।
পিশাচের রূপ দেখাইয়াছিল,
পাক কাপুরুষের দল,
রক্তের নেশায় মাতিয়াছিল,
দেখাইয়াছিল অন্যায় বল।
দখল করিতে চাহিয়াছিল,
বানাইতে চাহিয়াছিল দাস,
বাংলার দামাল জাগিয়া উঠিয়া,
মিটাইয়াছিল ওদের ঝাঁঝ।
মার্চ আসিলে কাঁপিয়া ওঠে বুক,
খাড়া হইয়া যায় দেহের লোম,
মনে পড়িয়া যায় কালো রাতের স্মৃতি,
চোখের সামনে ভাসিয়া ওঠে বোম।
______________________
১লা মার্চ,২০১৮