ছেলেটা এখন অনার্স পড়ে,
নাম তার মনসাই,
বাপের কাছে গোঁ ধরেছে,
বাইক আমার চাই।
বাবা বলে, আমি গরীব
টাকা কোথায় পাই?
তোরে খুশি করার মত,
টাকা যে মোর নাই।
ছেলে তবু কিছু বোঝেনা,
বাইক তাহার চাই।
ইয়ং বয়সে সাইকেল চালানোর,
রুচি যে আর নাই।
ছেলের কথা না রাখিবার-
উপায় বাবার নাই,
ফসলের জমি বেঁচিয়া বাবা,
বাইক কিনিল তাই।
ছেলে এখন আকাশে ওড়ে
মাটিতে পা নাই,
কখন কোথায় যাচ্ছে চলে,
তাহার হিসাব নাই।
পহেলা বৈশাখের দিনে,
খবর এলো ভাই,
রহিম মিয়া তোমার ছেলে,
বেঁচে যে আর নাই।
অল্প বয়সে বাইক পাইয়া,
মরিল মনসাই।।
_______________
লেখা-২১ নভেম্বর,২০১৭