উপরের ফ্লাটে যারা থাকে জানেনা,
নিচ ফ্লাটে থাকে কারা,
কেউ থাকে তার নিজ বাড়িতে,
কেউবা থাকে ভাড়া।
মারামারি করে একে অপরে,
মহল্লা আর পাড়া।
চোখের সামনে মারামারি দেখেও,
এগিয়ে যায়না তারা,
গা বাঁচিয়ে চলে গিয়ে ভাবে,
কে যায় যাক মারা।
খারাপ ছেলেদের কু-নজরে
মা-বোন দিশেহারা।
কেউ কিছু বলার সাহস করেনা
যেন,কলিজাহারা!
নাই কথাতেই খুনোখুনি করে,
কোন অজুহাত ছাড়া।
চিট-বাটপারের খপ্পরে পড়লে,
হয়ে যাবে জীবন সারা।
কেড়ে নিয়ে সব টাকা-কড়ি,
আর করবে সর্বহারা।
তারচেয়ে বরং অনেক ভালো,
আমাদের অজপাড়া।।


_________________
★লেখা-২৭ নভেম্বর,২০১৭
★পত্রিকায় প্রথম প্রকাশ-ফেব্রুয়ারী,২০১৮ সংখ্যা( মাসিক "তরঙ্গ" পত্রিকায়।
আর এই সাহিত্য পত্রিকাটি ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম থেকে প্রকাশ হয়।