শিশুকাল
-----রেজাউল রেজা
-
প্লাষ্টিকের কাগজ কুড়িয়ে,
বানাতাম যখন ফুটবল,
কত্ত মজা করিতাম মোরা,
কত ছিলাম চঞ্চল!
বিয়ারিংয়ের গাড়ি চড়ে বেড়াতাম,
আরো ছিল ভলিবল,
খুব ভালো ছিল সেই দিনগুলো,
মজা হতো অনর্গল।
দুই টাকা চাঁদায় করিতাম ভোজ,
কলা পাতা ছিল থাল,
বেসুরে গানে নাচিতাম সবাই,
আসর ছিল উত্তাল।
কত্ত মজা করিতাম মোরা,
কত ছিলাম চঞ্চল!
ফিরে কি পাবো সেইদিন গুলো?
বলনা তোরা বল।
ইচ্ছে জাগে আগের মত,
হয়ে যাই চঞ্চল।
বাঁধা বন্ধহীন মজার জীবন,
আমার শিশুকাল।।


___________________
লেখা-২৬ নভেম্বর,২০১৭
পত্রিকায় প্রথম প্রকাশ-১৮ জানুয়ারী,২০১৮ (দৈনিক যুগের আলো,রংপুর) ।।
এটিই পত্রিকায় প্রকাশিত আমার প্রথম কবিতা।।