শস্য শ্যামল ফুল ফসলে
আমার দেশের মাটি
মায়া মমতায় আদরে ঘেরা
ভালোবাসার ঘাঁটি।


ধান শালিকের কিচিরমিচির
কোকিল ডাকে কুহু
নানান জাতের মাছের খেলা
চলে মুহুর্মুহু।


নদীবহুল এই মাটিতে
ভাঙা-গড়ার খেলা
পৌষ মাসেতে বসে আবার
নানান পিঠার মেলা।


শ্রদ্ধা-ভক্তি,সালাম-আদাব
ভালোবাসায় ভরপুর
সব মিলিয়ে বাংলা আমার
স্বপ্নের অচীনপুর।


এই মাটিতে জন্ম আমার
হয় গো যেন মরা
এই মাটিতেই থাকব আমি
আসুক বন্যা কিংবা খরা।।
______
★লেখা- ০৬ মার্চ,২০১৮
★পত্রিকায় প্রকাশ-০৮মার্চ,২০১৮
"দৈনিক যুগের আলো",রংপুর পত্রিকার অংকুর পাতায়।