যখনই টাকা চাই,তুমি পাঠাও-
কোনকিছু আর নাহি জিগাও,
তুমি বাবা বলে।
ছোট বোনের বায়না মিটাও,
রাগ করে তাকে নাহি পিটাও,
তুমি বাবা বলে।
বুড়া জামা-ছেড়া জুতা পড়ে-
স্কুলে যাও,ভাঙা বাইকে চড়ে-
তুমি বাবা বলে।
সকালে উঠিয়া নাও,কোদাল তুলে-
কিছু কাজ করে আবার,যাও স্কুলে-
তুমি বাবা বলে।
আসিয়া আবার মাঠে যাও,
ধানের ক্ষেতে সার ছিটাও,
তুমি বাবা বলে।
পরিবারের কত ঝামেলা মাথায়!
রাগ নাহি তবু তোমার কথায়,
তুমি বাবা বলে।
জানি তোমারও কষ্ট হয়,
তারপরও তুমি কর জয়,
তুমি বাবা বলে।
আমার কাছে যাহা অসম্ভব,
তুমি কিভাবে কর তাহা সম্ভব?
হয়ত তুমি বাবা বলে।
____________________
লেখা-১৯ ফেব্রুয়ারী,২০১৮