তুমি পারোনি
---রেজাউল রেজা---
=====================
মানিব্যাগের কোণে খুব যত্ন করে রেখেছি
তোমার দেওয়া সেই দশ টাকার নোটটি।
আজও অক্ষত আছে সেই নোটে,
তোমার দস্তখতের কালো চিহ্নটি।
আমি কথা রেখেছি,তুমি পারোনি!


এই বক্ষ মাঝে আজও লেখা আছে,
আজও লেখা আছে তোমার নামটি,
অনামিকাতে আমার আজও আছে,
তোমার দেওয়া দশ টাকার সেই আংটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!


আমার কর্ণকুহরে আজও বাজে,
বাজে তোমার গাওয়া সেই গানটি।
আমার অক্ষিপটে আজও ভাসে
তোমার হাতকাটার সেই দাগটি।
আমি কথা রেখেছি,তুমি পারোনি!


নোটবুকে আমার আজও পড়ে আছে
তোমার স্বহস্তে লেখা সেই কবিতাটি,
ড্রয়ারে আমার আজও অক্ষত আছে
তোমার প্রথম দেওয়া সেই ফটোটি।
আমি কথা রেখেছি,তুমি পারোনি!


আমি কথা দিয়েছিলাম তোমায় ছুঁয়ে,
তোমারই থাকব শেষ নিঃশ্বাস অবধি
আমি কিন্তু তোমায় ছেড়ে যাইনি,
বরং তুমিই আজ অন্যের ঘরনী।
আমি কথা রেখেছি,তুমি পারোনি!!
__________________
লেখা-২৫ ফেব্রুয়ারী,২০১৮
★★★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয়েছ-১১/০৬/২০১৮ তারিখ,সোমবার।