এইতো কিছুদিন আগে,
ছিল কত মানুষের বাস!
কত মানুষের কোলাহলে,
মুখরিত ছিল চারপাশ।
সময়ের ব্যবধানে ধীরে ধীরে,
চলে গেল কত নিঃশ্বাস!
এখন আমার কেউ নেই,
আছে শুধু দীর্ঘশ্বাস।


দাদীমা গেল কালাজ্বরে,
বড় আপু গেল টিউমারে,
তার কটাদিন পরেই গেল,
ছোটভাই ভীষণ জারে।
দাদুও সেদিন চলে গেল,
বার্ধক্যেরই ভারে।
এখন আমার কেউ নেই,
একা আছি এই পাড়ে।


গাড়ির সাথে ধাক্কা লেগে,
চলে গেল,চাচাতো ভাই রবি।
সে ছিল মোর খেলার সাথী,
চোখে ভাসে তার ছবি।
মুনিবের ডাকে সারা দিয়ে গেল,
চাচাতো বোন রুবি।
আমি এখন একলা একা,
হারিয়ে গেছে সব-ই।


এখন আমরা বেঁচে আছি,
মোটের উপর পাঁচজন!
সব দুঃখ ভুলে গিয়ে মোরা,
ভালই কাটাচ্ছি দিনক্ষণ।
কিন্তু মোদের ভাল থাকাটা,
কেড়ে নিল মহাজন।
ঘূর্ণিঝড়ে নিয়ে গেল এবার,
চার চারটি তাজা প্রাণ।
এই ধরাতে কেউ নেই আমার,
নেই কোন আপনজন।
---------------------------------
লেখা-২৮ ফেব্রুয়ারী,২০১৮