মোরা নিপীড়িত দরিদ্র কাঙাল
মোরা অত্যাচারের শিকার!
মোরা দিনে আনি দিনে খাই,
কর্ম বিনে জীবন হা-হা কার।


মোরা এ'ভবের শোষিত সমাজ,
মোদের নাহি নিত্য সাজ।
মোরা খেটে খাওয়া দিনমজুর,
মোরা করি না-কো লাজ।


মোরা অসহায় টোকাই কাঙাল,
মোরা না খাইয়া মরি!
মোদের আছে, ক্ষুধা- তৃষ্ণা,
নাহি ঘর বাড়ি।


মোরা এ'ভবের কামলা, কৃষক,
শোষণ করিতেছে মোদের যত শোষক;
ভুলিব না মোরা তাহাদের অনাচার,
ইহারা সবে সুখের ঘোষক।


যাহারা সত্য ছাড়িয়া, মিথ্যে আনি
করিতেছে যাপন ভবে;
ইহারা মানব রূপী পশু অধম,
ধ্বংস হইবে লোভে।


ভুলিছে ইহারা স্রষ্টা সাঁই,
শয়তানের ঐ নিত্য ধোঁকায়।
ভবের হাটে মোহের জোরে
করিয়া চলিছে অন্যায়।


মোরা অসহায়, দরিদ্র কাঙাল,
স্মরি আল্লাহ্ সাঁই,
মোদের আছে বাঁচিবার তরে ,
প্রভুর রহম ভাই।