অসত্যকে হেঁচকা টানি
সত্য লুকোয় যারা,
তাদের তরে লাঠি হাতে
রাজপথে আজ দাঁড়া।


দে জ্বালায়ে, ম্যাচ ঠেকায়ে
সেই গোঁড়াদের ঘর,
যেই গোঁড়ারা ধর্মে ধর্মে,
আনে বিদ্ধেষী ঝড়!


শোষক যে জন শোষণ করিয়া
রূপ ধারে মাওলানা,
সেই শোষকের পা ভেঙ্গে দে,
শুনবি না তার বাহানা।


যে আমলা ঘুষের টাকায়
গড়ে প্রাসাদ- গাড়ি,
ভাঙরে তাহার প্রাসাদ গাড়ি
সর্ব ধারা ছাড়ি।


হস্তে নিয়া তীরের বোঝা,
মার  ছুঁড়িয়া গায়!
যে মানবের উৎপীড়নেও
মুখে হাসি পায়!


মার ছুঁড়িয়া ঢিল গায়ে তার
যে জন করে ধর্ষণ!
মা-বোন, জাতি তার কাছে নাই,
করে মানবাধিকার হরণ!


দেখ্ চেয়ে দেখ্ ঠাঁই দাঁড়ায়ে,
কে সে চালায় গুলি!
তোদের দেখে কার হাসি পায়?
কে বাজায় আজ তালি!


কোন্ সে নেতার নির্দেশেতে
ঝাঁজরা করে বুক!
মরণ ব্যাধি আনিলো ডাকি
হারাইয়া সর্ব সুখ!


আসিবে যে জন দিতে বাধা
হারায় যেন পা,
ব্যানার মাঝে বড়ো অক্ষরে
লিখিস সংখ্যা বিহীন দফা।


দেখ্ চেয়ে দেখ্ সাধ্য কাহার
তোদের করে আটক,
জেল, কারাগার, বন্দীশালা
ভাঙরে শিকল, ফটক।


ওহে নবীন! মার শিরে তোর
সাম্য ন্যায়ের সীল,
দেশমানবের কল্যাণে আজ
হোক বিক্ষোভ মিছিল।