মানুষ আছে এই ধরাতে,
মানুষ বহু প্রকার,
অসৎ মানুষ অসৎ কর্মের
নিত্য করে প্রচার।


মন্দ কর্মে ডুবে থাকে,
নিত্য সাজায় বাসর।
দিন-রজনী ধোঁয়ার সনে
কাটিয়ে চলে প্রহর।


ধর্ম-কর্ম তার কাছে নাই,
মানে না গীতা, কোরআন!
কেন এল এই ধরাতে?
কে বা করলো জন্মদান?


মদের বোতল, জুয়ার আসর,
নেশা-ই তার স্বজন।
গাঁজা খেয়ে, মাতাল হয়ে
ঘুরছে সারাক্ষণ।